ঢাকা: বিশ্বব্যাপী পেশাদার হিসাবরক্ষকদের সংগঠন এসিসিএ (দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস) বাংলাদেশ ও রবি আজিয়াটা লিমিটেড একটি সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তির সময়কাল দুই বছর।
রবিবার এসিসিএ বাংলাদেশের কান্ট্রি হেড মহুয়া রশীদ ও রবি আজিয়াটার চিফ হিউম্যান রিসোর্স অফিসার মতিউল ইসলাম নওশাদ চুক্তিতে সই করেন।
এই চুক্তির অংশ হিসেবে এসিসিএ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও বিভিন্ন কাজের সুযোগ করে দেবে রবি। সমঝোতা চুক্তির আওতায় প্রতিভাবান কর্মকর্তাদের চাকরির জন্য আকর্ষণ করতে এবং তা বজায় রাখতে রবি-কে সহায়তা করবে এসিসিএ। এছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজ নিজ ব্যবসায় এবং ফাইন্যান্সের প্রসার ও প্রচারের জন্য কাজ করবে।
এসিসিএ বাংলাদেশের কান্ট্রি হেড মহুয়া রশীদ বলেন, ‘এটি এসিসিএ এর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রবি’র সঙ্গে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় করতে পেরে আমরা আনন্দিত। এছাড়া আমরা আরো অনেক যৌথ উদ্যোগ গ্রহণ করবো যার ফলে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে।’
রবি আজিয়াটার চিফ হিউম্যান রিসোর্স অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘বাংলাদেশে অন্যতম প্রধান চাকরি দাতা হিসেবে আমরা দেশের ফাইন্যান্স পেশাজীবীদের উন্নয়নে বদ্ধপরিকর। এসিসিএ এর সঙ্গে এ যৌথ উদ্যোগ আমাদের নিজস্ব কর্মকর্তাদের বহর আরো সমৃদ্ধ করবে। একই সঙ্গে তা আরো বৃহৎ সামাজিক উন্নয়নে প্রভাব ফেলবে।
বিজ্ঞপ্তি
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এজে)