logo ০৬ মে ২০২৫
মোবাইল ডিভাইসে উন্নয়ন করেছে মাইক্রোসফট
ঢাকাটাইমস ডেস্ক
২৭ নভেম্বর, ২০১৩ ০০:২১:২২
image

ঢাকা: দেরিতে হলেও মোবাইল ডিভাইসে নিজেদের অবস্থানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে মাইক্রোসফট। তাদের উইন্ডোজ প্ল্যাটফর্মের ট্যাবলেট পিসি এবং স্মার্টফোনের জনপ্রিয়তা চলতি বছরে এসে অনেকটাই বেড়েছে।


মাইক্রোসফট এই বছরে উইন্ডোজ ৮ নিয়ে আসার পাশাপাশি উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমেও বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। হাই এবং লো-এন্ড কনফিগারেশনের বিভিন্ন স্মার্টফোন এবং ট্যাবলেট পিসিতে নতুন এই উইন্ডোজকে অনেকেই স্বাগত জানিয়েছে। বর্তমানে তাদের ইন্টেল-নির্ভর প্রসেসরের ট্যাবলেট পিসির জন্য পূর্ণাঙ্গ উইন্ডোজ ৮ ব্যবহৃত হচ্ছে। এআরএম-নির্ভর ট্যাবলেট পিসির জন্য রয়েছে উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম। আর স্মার্টফোনের জন্য রয়েছে উইন্ডোজ মোবাইল।


বহনযোগ্য ডিভাইসের জন্য এতোগুলো সংস্করণ অবশ্য খুব বেশিদিন চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেই মাইক্রোসফটের। সম্প্রতি তাদের ডিভাইস ও স্টুডিও বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুলি লারসন-গ্রিন এই পরিকল্পনার কথা জানিয়েছেন।


তার দেয়া তথ্য অনুযায়ী ভবিষ্যতে বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসের জন্য একক মোবাইল উইন্ডোজ বাজারে থাকবে। ইউবিএস গ্লোবাল টেকনোলজি কনফারেন্সে এক সাক্ষাত্কারে তিনি এ তথ্য জানান।


সাক্ষাত্কারে জুলি বলেন, ‘মোবাইল ডিভাইসের জন্য আমাদের রয়েছে উইন্ডোজ ফোন ওএস। এর বাইরেও উইন্ডোজ আরটি এবং পূর্ণাঙ্গ উইন্ডোজও রয়েছে। তবে এই তিনটিকেই আমরা ধরে রাখতে চাই না। এখন অনেক অপারেটিং সিস্টেমই রয়েছে যেগুলোতে ব্যাটারি কিংবা অন্যান্য নিরাপত্তা বিষয়ক সমস্যা নেই। তবে তার জন্য অন্য কিছু দিকে কিছু ছাড় দিতে হয়। আমরাও এমন একটি অনন্য অপারেটিং সিস্টেমের দিকেই যেতে চাই যেখানে একটি অপারেটিং সিস্টেমই সব মোবাইল ডিভাইসে কাজ করবে। এটি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’


কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন হবে, সে সম্পর্কে অবশ্য তিনি কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে এর জন্য ২০১৫ সাল পর্যন্ত সময় লাগবে।


(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এজে)