logo ০৬ মে ২০২৫
স্যামসাংয়ের ভুল বানানে পাল্টে গেল অর্থ
টেলিকম ডেস্ক, ঢাকা টাইমস
২৬ নভেম্বর, ২০১৩ ১৬:৪৭:৩১
image

ঢাকা: অ্যাপল আর স্যামসাংয়ের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। প্রতিযোগিতার বাজারে স্যামস্যাং চেষ্টা করছে অ্যাপলের জনপ্রিয়তাকে হারিয়ে দিতে তবে এবার অ্যাপল স্যামসাংকে খোঁটা দেয়ার একটা সুযোগ বোধ হয় পেয়েই গেল। সম্প্রতি প্রকাশিত অ্যাপলের প্রবল প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের একটি ‘কথিত’ বিজ্ঞাপনে তোলপাড় শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। ফ্রান্সে স্যামাংয়ের একটি বিলবোর্ডের ছবি থেকে ওই সোশাল মিডিয়া ভাইরাসের সূত্রপাত বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ভারতীয় সাইট আইবিএন লাইভ।


দেখা গেছে স্যামসাংয়ের ওই বিজ্ঞাপনটিতে বহুল ব্যবহৃত ‘দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড’ নীতিবাক্যটিকে স্যামসাং বিজ্ঞাপনে খানিকটা পাল্টে নিয়েছে নিজেদের প্রবর্তিত ‘এস পেন’-এর প্রচারণার স্বার্থে। আর এখানেই ঘটেছে বিপত্তি। আলোচিত ওই বিলবোর্ডে দেখা গেছে ‘পেন’ ও ‘ইজ’ শব্দদুটির মধ্যে কোনো স্পেস রাখা হয়নি। ফলে বাক্যে বাড়তি একটি কমা বসিয়ে ‘কিম্ভুত অর্থ প্রকাশ পেয়েছে’ ।


ছবিটি ফেসবুক, টুইটার থেকে শুরু করে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তবে এ বিষয়েও স্যামসাংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


(ঢাকাটাইমস/২৬নভেম্বর/টেলিকম/এসএ/ঘ)