বাড়ছে স্মার্টফোনের কদর
ঢাকাটাইমস ডেস্ক
২৯ নভেম্বর, ২০১৩ ০১:১১:৪০

ঢাকা: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আবির্ভাবের পর থেকে স্মার্টফোন ছড়িয়ে পরে সারাবিশ্বেই। উন্নত বিশ্বের দেশগুলোর পাশাপাশি এখন উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতেও মোবাইল ফোন ব্যবহারকারীর হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন।
গত চার বছর ধরে বিশ্বব্যাপী এই স্মার্টফোনের বিক্রির ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। আর এরই ধারাবাহিকতায় গত বছরের তুলনায় চলতি বছরে এসে স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি পেয়েছে ৪০%। আর তাতে করে চলতি বছরের শেষ নাগাদ বিক্রির সংখ্যায় স্মার্টফোন পেরিয়ে যাবে এক বিলিয়ন বা ১০০ কোটি ইউনিট। প্রথমবারের মতো এক বছরে স্মার্টফোনের বিক্রি এই ১০০ কোটির ল্যান্ডমার্ক স্পর্শ করবে। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) সম্প্রতি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মার্টফোনের বিক্রির এই ঊর্ধ্বগতির পাশাপাশি এর দামও কমছে বিশ্বজুড়েই। একদিকে যখন হাই-এন্ড স্মার্টফোনগুলোর দাম পৌঁছে যাচ্ছে ৫শ, ৬শ বা তারও বেশি ডলারে; অন্যদিকে তখন ২০০ ডলারের নিচেও মোটামুটি ভালোমানের স্মার্টফোন পৌঁছে যাচ্ছে মোবাইল গ্রাহকদের হাতে। স্মার্টফোনের দামের এই নিম্নগতিও অব্যাহত রয়েছে গত কয়েকবছর ধরেই। গত বছরের তুলনায় এই বছরে এসে স্মার্টফোনের গড় দাম বিশ্বব্যাপী কমেছে ১২%। আর এর ফলে চলতি বছরে স্মার্টফোনের গড় দাম দাঁড়িয়েছে ৩৩৭ ডলারে। আগামী কয়েক বছরেও দাম কমার এই প্রবণতা চলতে থাকবে এবং ২০১৭ সাল নাগাদ স্মার্টফোনের গড় মূল্য বিশ্বব্যাপী হবে ২৬৫ ডলার। আইডিসি'র তথ্য অনুযায়ী, চলতি বছরে স্মার্টফোনের বাজারে অঞ্চল হিসেবে সবচাইতে এগিয়ে রয়েছে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল। বিশ্বের মোট স্মার্টফোনের বাজারের অর্ধেকেরও বেশি দখল করে রেখেছে অঞ্চলটি। এই অঞ্চলের বাজার রয়েছে ৫২.৩%। এর পরের অবস্থানে রয়েছে ইউরোপ (১৮%), উত্তর আমেরিকা (১৫%), ল্যাটিন আমেরিকা (৯%) এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (৫.৭%)। আবার স্মার্টফোনের গড় দাম সবচেয়ে কম পাওয়া গেছে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলেই।
(ঢাকাটাইমস/ ২৯ নভেম্বর/ এইচএফ/ ১.০৯ঘ.)