logo ০৬ মে ২০২৫
ওবামা আইফোন ব্যবহার করতে পারেন না!
ঢাকাটাইমস ডেস্ক
০৫ ডিসেম্বর, ২০১৩ ১৪:৪১:১৭
image


ঢাকা: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি আইফোন ব্যবহার করতে পারেন না। বিস্ময়কর হলেও সত্য খোদ মার্কিন মুলুকের প্রেসিডেন্ট বারাক ওবামা নিরাপত্তার স্বার্থে আইফোন ব্যবহার করতে পারেন না। মার্কিন প্রেসিডেন্টের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি তথ্যটি জানিয়েছে।

নিরাপত্তার স্বার্থে মার্কিন প্রেসিডেন্টের আইফোন ব্যবহারের অনুমতি নেই। তবে তিনি বিশাল আকৃতির ব্ল্যাকবেরী হ্যান্ডসেট ব্যবহার করেন বলে জানিয়েছে সংস্থাটি।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত স্বাস্থ্য আইনের প্রনোদনা বিষয়ক এক সম্মেলনে ওবামা বলেন, ‘নিরাপত্তাজনিত কারনে আমি আইফোন ব্যবহারের অনুমতি পাইনি।’

ব্ল্যাকবেরী তাদের শক্তিশালী নিরাপদ ডিভাইসের জন্যে ওয়াশিংটন কর্মকর্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়। এদিকে ব্ল্যাকবেরী যুক্তরাষ্ট্রের ফোনে আড়িপাতা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে ওবামার ব্যবহৃত সেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে জার্মান চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/জেএস)