ঢাকা: ইউরোপের পাঁচ দেশে একযোগে বিক্রি শুরু হয়েছে দুই স্ক্রিনের স্মার্টফোন। বিশ্বে এই প্রথম দুই স্ক্রিনের স্মার্টফোন বাজারে এলো এবং এর নাম দেয়া হয়েছে ‘ইয়োটাফোন’।
মডেম এবং রাউটার ইকুয়েপমেন্ট নির্মাণের জন্য পরিচিত রুশ প্রতিষ্ঠান ইয়োটা এটি বাজারে এনেছে। স্মার্টফোনটিতে আছে ১.৫ গিগাহার্টজের ডুয়েল-কোর প্রসেসর এবং ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম ৪৯৯ ডলার।
আপাতত রাশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, স্পেইন এবং জার্মানির বাজারে পাওয়া যাচ্ছে এটি। আগামী ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে বিশ্বের অন্তত ২০টি দেশের বাজারে স্মার্টফোনটি বিক্রি করার টার্গেট নিয়ে কাজ করছে নির্মাতা প্রতিষ্ঠান।
বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য স্মার্টফোনটিতে এলসিডি ডিসপ্লের পাশাপাশি আছে ই-ইংক ডিসপ্লে। অ্যান্ডয়েড চালিত স্মার্টফোনটি ওয়েব পেইজ লিংক এবং বিভিন্ন অ্যাপ ই-ইংক স্ক্রিনে দেখাবে এবং শক্তি খরচ অসম্ভব কম বলে ই-ইংক ডিসপ্লে সবসময়ই অন থাকবে।
ই-ইংক ডিসপ্লে মূলত ই-বুক রিডারে ব্যবহার করা হয়। এ ধরনের ডিসপ্লে ব্যবহারে ব্যাটারির চার্জ কম খরচ হয়, পাশাপাশি কড়া রোদেও এলসিডি মনিটরের তুলনায় ই-ইংক ডিসপ্লে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
(ঢাকাটাইমস/ ৪ নভেম্বর/ এআর/ ঘ.)