logo ০৬ মে ২০২৫
১৫০০০ বার ফোন করার অপরাধে গ্রেপ্তার!
ঢাকাটাইমস ডেস্ক
০৬ ডিসেম্বর, ২০১৩ ১১:১৬:২৩
image

ঢাকা: এক বার, দুবার নয়, ছয় মাসে পনেরো হাজারবার পুলিশকে ফোন করেছিলেন জাপানী এক নারী। তাও আবার কোনও কারণ ছাড়াই। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।


জাপানের সাকাই শহরের বছর চুয়াল্লিশের নাগরিক অভিযুক্ত নারী মূলত একাকিত্ব থেকেই এমনটি ঘটিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।


পুলিশ জানিয়েছে, মে মাস থেকে পুলিশকে অকারণে ফোন করতে শুরু করেন ওই নারী। একদিনে ৯২৭ বার জরুরি ফোন করে পুলিশকে বিব্রত করেছিলেন। অথচ বাড়িতে আসার পর পুলিশকে সে অর্থে কোনও সমস্যার কথাই বলেননি। এমনকী, কোনও মিথ্যা সমস্যার গল্পও ফাঁদেননি।


পুলিশ কমপক্ষে ৬০বার ওই নারীর বাড়িতে গিয়ে তাকে এমনটি করা থেকে বিরত থাকার নির্দেশ দেন।কিন্তু তাতেও কাজ না হওয়ায় গ্রেপ্তার করা হয় তাকে।


ওই নারীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ব্যাঘাট ঘটানো এবং প্রতারণার মামলা দায়ের হয়েছে। যার সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড অন্যথায় ৪ চার হাজার ৯০০ ডলার জরিমানা।


(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/জেএস)