ঢাকা: দেশের বাজারে স্যামসাং এবার নিয়ে এসেছে ডুয়াল সিমের একটি নতুন হ্যান্ডসেট লাকোটা ভিই যার বাজার মূল্য মাত্র চার হাজার পাঁচশ টাকা।
হ্যান্ডসেটটির ২.২ ইঞ্চি বড় ডিসপ্লে গ্রাহকদের আরো সাবলিল ভাবে ডিসপ্লে দেখার সুবিধা করে দিবে। লাকোটায় রয়েছে দারুণ ছবি তোলার জন্য দুই মেগা পিক্সেল ক্যামেরা, রেকর্ডার সহ এফএম রেডিও, বিল্ট ইন এমপিথ্রি প্লেয়ার, ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি ব্যবহারের সুবিধা, ব্লুটুথ, ইউএসবি পোর্ট, চ্যাট অন এবং দীর্ঘমেয়াদি এক হাজার এমএএইচ ব্যাটারি।
লাকোটার আকর্ষণীয় ফিচার হচ্ছে স্মার্ট ডুয়াল সিম যার ফেলে গ্রাহকরা একই ফোনে দুটি নম্বর ব্যবহারের সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য তৈরি করতে পারবেন।
(ঢাকাটাইমস/ ৮ ডিসেম্বর/ এইচএফ/ ১৭.১৬ঘ.)