স্যামসাং এর উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী
ঢাকাটাইমস ডেস্ক
১২ ডিসেম্বর, ২০১৩ ১৯:০৯:০২

ঢাকা: ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ অফিস ‘ভিক্টরি থ্রু মাই লেন্স’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
গত বুধবার প্রদর্শনীটি শুরু হয়ে চলে বৃহস্পতিবার পর্যন্ত। প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
স্বাধীন বাংলাদেশের ৪২ বছর পেরিয়ে ৪৩তম বছরে পদার্পন উপলক্ষে ৪৩টি মনোমুগ্ধকর আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পায়।
ফেসবুকে স্যামসাং ক্যামেরা ফ্যান পেজ এ একটি অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখান থেকে ১৪ প্রতিযোগীকে নির্বাচন করা হয়। এরপর এ ১৪ প্রতিযোগীকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত এলাকা এবং স্থাপত্যের ছবি তুলেছে স্যামসাং স্মার্ট ক্যামেরা ব্যবহার করে। সর্বোত্তম ৪৩টি আলোকচিত্র প্রদর্শিত হয়েছে এ আয়োজনে।
প্রদর্শনীটি উদ্বোধনকালে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সি এস মুন বলেন, ‘স্বাধীন বাংলাদেশের ৪৩তম বিজয়ের মাসের উদযাপনের মধ্য দিয়ে দেশটির উজ্জ্বল ভবিষ্যতের একটি অংশ হতে পেরে আমরা গর্বিত। আলোকচিত্রগুলো শুধু অতীতেরই সাক্ষী নয়, এগুলো একটি প্রতিশ্রুতিশীল আগামীর অঙ্গীকার স্বরূপ।’
প্রদর্শনীতে অতিথি হিসেবে প্রথিতযশা আলোকচিত্রী নাসির আলী মামুন, তারকা আলোকচিত্রী ইরেশ যাকের এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এজে)