ব্রিজ অ্যালায়েন্সে যাচ্ছে এয়ারটেল আফ্রিকা
তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৩ ০৯:২৬:১০

ঢাকা: প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন গ্রাহকদের সেবাদানকারী ১৪টি মোবাইল অপারেটরের সমন্বয়ে গঠিত সংগঠন ব্রিজ অ্যালায়েন্স এ যোগদান করতে যাচ্ছে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
আফ্রিকায় এয়ারটেলের ১৭টি দেশের কার্যক্রম এই সংগঠনে যোগদান করবে এবং এর মাধ্যমে ব্রিজ অ্যালায়েন্স এর এন্টারপ্রাইজ ও রোমিং সেবার সুবিধা গ্রহন করতে পারবে। এয়ারটেল আফ্রিকা এর চিফ মার্কেটিং অফিসার আন্দ্রে বেয়রস বলেন, ‘আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকরা যেন সর্বোত্তম সেবা গ্রহণ করতে পারে এজন্য এরকম একটি সংগঠনে যোগদান করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও এয়ারটেল আফ্রিকার গ্রাহকরা এশিয়ার দেশগুলোসহ এবং অন্যান্য বহু দেশে অত্যাধুনিক রোমিং সেবা উপভোগ করতে পারবে’।
শুধুমাত্র এয়ারটেল আফ্রিকাই নয়, ব্রিজ অ্যালায়েন্স এর সব অপারেটরের গ্রাহকরা ভৌগলিকভাবে বর্ধিত ও সর্বোন্নত ভয়েস ও ডাটা রোমিং সেবা উপভোগ করতে পারবে। সেপ্টেম্বর ৩০, ২০১৩ শেষে ভৌগোলিক আওতা অনুযায়ী এয়ারটেল আফ্রিকার সর্ববৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান যার আওতায় রয়েছে ১৭টি দেশ (বুর্কিনা ফাসো, চাদ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, গ্যাবন, ঘানা, কেনিয়া, মালাওয়ি, মাদাগাস্কার, নাইজার, নাইজেরিয়া, রুয়ান্ডা, সিচেলিস, সিয়েরা লিওন, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া) এবং ৬৬ মিলিয়ন গ্রাহক। গ্রাহক সংখ্যা অনুযায় বিশ্বব্যাপী এয়ারটেল চতুর্থ সর্ববৃহৎ মোবাইল অপারেটর।
ব্রিজ অ্যালায়েন্স ১৪টি অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের একটি সংগঠন। এর সদস্যরা হচ্ছে এয়ারটেল (ভারত ও বাংলাদেশ), এআইএস (থাইল্যান্ড), সিএসএল (হংকং), সিটিএম (ম্যাকাও), গ্লোব টেলিকম (ফিলিপাইন), ম্যাক্সিস (মালয়শিয়া), মোবিফোন (ভিয়েতনাম), সিংটেল মোবাইল (সিঙ্গাপুর), অপটাস মোবাইল (অস্ট্রেলিয়া), এসকে টেলিকম (দক্ষিণ কোরিয়া), তাইওয়ান মোবাইল (তাইওয়ান), টেলকমসেল (তিমুর) এবং টেলকমসেল (ইন্দোনেশিয়া)।
(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এসকে/ঘ.)