ঢাকা: স্মার্টফোন বর্তমান সময়ে সবার কাছে জনপ্রিয় একটি ডিভাইস। তবে কিছুদিন এ ডিভাইসটি ব্যবহার করার পর এতে নানা ধরণের সমস্যা দেখা দেয়। বিশেষ করে ধীরগতি সমস্যাটি প্রায়ই চোখে পড়ে। ভারত থেকে প্রকাশিত দ্য টাইমস অব ইন্ডিয়াতে এ সমস্যা দূর করার তিনটি উপায় তুলে ধরা হয়েছে।
প্রথমত: আপনি ফার্মওয়্যার নামের একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি হার্ডওয়্যারের সাথে সমন্বয় করে কাজ করে।
দ্বিতীয়ত: অনেকের ফোনের অভ্যন্তরীণ মেমোরী ঠিকমত কাজ করেনা। এজন্য আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারেন। এ পদ্বতি ব্যবহার করলে আপনার ফোন আগের মত দ্রুতগতিতে কাজ করবে।
তৃতীয়ত: অনেককেই দেখা যায় ফোন ব্যবহার করার সময় একাধিক অ্যাপ খুলে রাখেন। কিন্তু এটি করা যাবেনা। আপনার প্রয়োজনীয় অ্যাপ রেখে আপনি বাকিগুলো বন্ধ রাখবেন। তাছাড়া প্রয়োজন ছাড়া কখনো ফোন খোলা রাখবেননা।
স্মার্টফোন বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা লাভ করলেও অনেকেই অল্পদিনে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ব্যবহার করতে চাননা। কিন্তু একটু সতর্কতার সাথে চালালে সমস্যা হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই।
(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এসইউএল/এআর/ ঘ.)