logo ০৫ মে ২০২৫
স্যামসাং, এলজির নতুন পণ্য ১০৫ ইঞ্চি বাঁকানো টিভি
ঢাকাটাইমস ডেস্ক
২০ ডিসেম্বর, ২০১৩ ০০:১৯:০৪
image

ঢাকা: এর আগে স্যামসাং এবং এলজি উভয়েই ৫৫ ইঞ্চি আকৃতির বাঁকানো ডিসপ্লে’র টেলিভিশন বাজারে এনেছে। তবে এবার আগের চাইতে প্রায় দ্বিগুণ আকৃতির বাঁকানো টেলিভিশন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে এই দুই জায়ান্ট।


সামনের বছরের শুরুতেই কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ তারা আনতে যাচ্ছে ১০৫ ইঞ্চি আকৃতির বাঁকানো ডিসপ্লে’র টেলিভিশন।


স্যামসাং জানিয়েছে, তাদের এই ১০৫ ইঞ্চি আকৃতির বাঁকানো আল্ট্রাএইচডি টিভিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি রঙ এবং দৃশ্যের প্রকৃত চিত্রটি তুলে ধরতে পারে।


এতে রয়েছে ১১ মিলিয়ন পিক্সেল (৫১২০ বাই ২১৬০) স্ক্রিন রেজ্যুলেশন এবং ২১ঃ৯ আসপেক্ট রেশিও। অন্যদিকে এলজি’র বাঁকানো আল্ট্রাএইচডি টেলিভিশনে ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে নতুন করে ডিজাইন করা থিন ফিল্ম ট্রানজিস্টর (টিএফটি)। এতে করে যেকোনো দিক থেকে দেখতে গেলেই পরিস্কার ছবিটি দেখার সুযোগ পাবে দর্শক।


আসছে জানুয়ারির ৭ থেকে ১০ তারিখ অনুষ্ঠিতব্য সিইএসে টিভি দুইটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন উভয় প্রতিষ্ঠান।


(ঢাকাটাইমস/২০ ডিসেম্বর/এজে)