logo ০৫ মে ২০২৫
স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোনের মোবাইল অ্যাপ্লিকেশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ ডিসেম্বর, ২০১৩ ০০:০৯:১০
image

ঢাকা: গ্রামীণফোন তার স্টার গ্রাহকদের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)চালু করেছে। যার মাধ্যমে স্টার গ্রাহকরা অনলাইনে বেশকিছু সেবা গ্রহণ করতে পারবেন।


অ্যাপ্লিকেশনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিটি সচিব এনআই খান উপস্থিত ছিলেন।


এসময় অন্যদের মধ্যে গ্রামীণফোন হেড অব মার্কেটিং রাজীব ভট্টাচার্য, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স কাশিফ বেগ, আশরাফ আবির, সিইও এমসিসি লি. প্রমুখ উপস্থিত ছিলেন।


স্মার্টফোন ব্যবহারকারী স্টার গ্রাহকরা এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন। এছাড়া এ অ্যাপের মাধ্যমে তারা গ্রাহকসেবার জন্য সাক্ষাত্কারের সময় স্থির করতে পারবেন এবং স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নাম নিবন্ধন করতে পারবেন।


স্টার পার্টনার অফার, পার্টনার স্টোরের অবস্থান, রেস্তোরাঁ, এটিএম বুথ ও নিকটস্থ থানার তথ্যও এই অ্যাপে পাওয়া যাবে। এতে আরো রয়েছে, কিউআর কোড স্ক্যানার। অ্যান্ড্রয়েড, আইফোন এবং উইন্ডোজ ফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি। যা পাওয়া যাবে গুগল প্লে, অ্যাপ স্টোর এবং উইন্ডোজ স্টোরে।


(ঢাকাটাইমস/২০ ডিসেম্বর/এজে)