ব্লগ ও অজ্ঞাত এসএমএস নিয়ন্ত্রণ করবে বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ডিসেম্বর, ২০১৩ ২০:৪২:০৭
ঢাকা: অজ্ঞাত এসএমএস নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। রবিবার সর্বদলীয় মন্ত্রিসভার টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বিটিআরসি কার্যালয় পরিদর্শনে গিয়ে ব্লগ ও অজ্ঞাত এসএমএস নিয়ে উদ্বেগ প্রকাশ করলে বিটআরসির চেয়ারম্যান সুনিল কান্তি বোস তাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ব্লগে অপপ্রচার ও অজ্ঞাত এসএমএস সহনীয় পর্যায়ে নিয়ে আসতে প্রযুক্তি কেনা হচ্ছে। কিছুদিনের মধ্যেই তা বিটিআরসিতে স্থাপন করা হবে।
রাশেদ খান মেনন বলেন, ব্লগ ও অজ্ঞাত এসএমএম যদি নিয়ন্ত্রণ করা না যায়, এই কঠিন সময় অতিক্রম করা আরো কঠিন হবে। এ সময় বাঁশের কেল্লার মতো ফেসবুক পেইজ এবং ব্লগ নিয়ন্ত্রণ করারও নির্দেশনা দেন তিনি।
কিছু দিন ধরে অজ্ঞাত প্রেরকের কাছ থেকে দেশের বিভিন্নজনের কাছে অপপ্রচারমূলক এসএমএস পাঠানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর অজ্ঞাত প্রেরকের কাছ থেকে ‘বিশেষ’ বার্তা সংবলিত এসএমএস সনাক্তে মোবাইল ফোন অপারেটরদের ৫টি নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এমএবি/জেডএ.)