বাজারে আসছে স্মার্টফোন মটো-জি
ঢাকাটাইমস ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০১৩ ০০:০৬:২৭
ঢাকা: আমেরিকার বিখ্যাত ও প্রসিদ্ধ টেলিকম সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান মটোরলা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ‘মটো-জি’ নামের একটি স্মার্টফোন ভারতের বাজারে ছাড়বে বলে জানিয়েছে। গত কয়েক মাস ধরে এই কোম্পানি কর্তৃপক্ষ বারবার বলে আসছিল তারা একটি নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছাড়বে। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এতদিন তা সম্ভব হয়নি।
এই ফোনে দুইটি সিম ব্যবহার করা যাবে। ৪.৫ ইঞ্চি স্ক্রিন থাকবে। ১ গিগাবাইট র্যাম থাকবে। তাছাড়া ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইট স্টোরেজ অপশন থাকবে। কিন্তু মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে না।
মটো-জি’র পেছন পাশে ফ্লাশলাইটসহ ৫ এমপি ক্যামেরা থাকবে। সামনের পাশে থাকবে ১.৩ এমপি ক্যামেরা। ২০৭০ এমএএইচ ব্যাটারি থাকবে এই ফোনে।
তাছাড়া টুজি, থ্রিজি ওয়াইফাই, ৪.০ ব্লুটুথ এবং ২.০ মাইক্রো ইউএসবি সুবিধাও থাকবে এই ফোনে। ৮ স্টোরেজ বিশিষ্ট এই স্মার্টফোনের দাম পড়বে ১৭৯ মার্কিন ডলার। ১৬ গিগাবাইট স্টোরেজ বিশিষ্ট ফোনের দাম পড়বে ১৯৯ মার্কিন ডলার।
(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/এসইউএল/জেডএ.)