logo ০৫ মে ২০২৫
খুলনায় বাংলালিংকের থ্রিজি সেবার উদ্বোধন


খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ ডিসেম্বর, ২০১৩ ১৯:০৬:৫৩
image


খুলনা: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক আজ মঙ্গলবার খুলনায় বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে। এ উপলক্ষে বিকালে নগরীর একটি হোটেলে কেক কেটে থ্রিজির উদ্বোধন করেন সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি।

থ্রিজি সেবা চালু উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হলে সেবার মান বৃদ্ধির কোন বিকল্প নেই। বর্তমান সময়ে প্রযুক্তি ছাড়া কোন কিছুই সম্ভব নয়। তিনি বলেন বাংলালিংকের স্লোগান “নতুন কিছু কর” একটা ভালো ইঙ্গিত বহন করে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সবুজ খান, বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড মো. বাবুল হক, কমিউনিকেশন এসোসিয়েট ম্যানেজার ইফতেখা আযমসহ অন্যান্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/ ২৫ ডিসেম্বর/ প্রতিনিধি/ ইইউ/ঘ.)