ঢাকা: স্যামসাং অতি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এলো গ্যালাক্সি নোট সিরিজের সবচেয়ে নতুন সংস্করণ গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ এডিশন। ১২ মাসের ইএমআই সুবিধা এবং ২ বছরের ওয়ারেন্টিসহ স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ এডিশন এর মূল্য ৬০,০০০ টাকা।
বিস্তারিত : স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ এডিশনের সাথে আছে এস-পেন। যার মাধ্যমে ১০.১ ইঞ্চি বড় ফুল এইচডি ডিসপ্লেতে কাগজ ও কলম ব্যবহারের মতো স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে এবং ব্যবহারকারীরা পাবেন অভিনবত্ব এবং সৃষ্টিশীল কর্মদক্ষতা উন্নয়নের বড় সুযোগ।
থ্রিজি ও ওয়াইফাই কানেক্টিভিটির জন্য ১.৯ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৩ গিগাবাইট র্যামসহ নোট ১০.১ এর মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। নোট ১০.১ এর ১০.১ ইঞ্চি বড় ফুল এইচডি ডিসপ্লের সাহায্যে পরিস্কারভাবে একসাথে একাধিক কাজ করা সম্ভব হবে।
স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ এডিশনের এস-পেন এর সাহায্যে উপভোগ করা যায় অভিনব সব ফিচার- যেমন এয়ার কমান্ড, অ্যাকশন মেমো, স্ক্র্যাপ বুক এবং এস ফাইন্ডার। আর মাল্টি উইন্ডো অপশনের এর মাধ্যমে ব্যবহারকারীরা একসাথে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
এই ডিভাইসটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা (২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা), ব্লুটুথ ৪.০, এ জিপিএস, গ্ল্যানোস এবং দীর্ঘমেয়াদি ৮,২২০ এমএএইচ ব্যাটারি।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এএসএ)