logo ০৫ মে ২০২৫
বাজারে আসছে অ্যাপলের নতুন আইফোন
ঢাকাটাইমস ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০১৩ ০০:১৮:০৯
image

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত কম্পিউটার,কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপল আগামী ২০১৪ সালে মে মাসে বড় স্ক্রিনের আইফোন বাজারে ছাড়বে।অ্যাপলের প্রধান নির্বাহী অফিসার টিম কুক একথা জানিয়েছেন।


তিনি বলেন,২০১৪ সাল কোম্পানির জন্য একটি শুভ বছর। এবছর নতুন কয়েকটি মডেলের আইফোন বাজারে ছাড়া হবে। মে মাসের এটি তারই একটি ইঙ্গিত মাত্র। প্রথমবারের মত দুটি মডেলের আইফোন বাজারে আসবে।এ আইফোনের একটির স্ক্রিনের আকৃতি হবে ৪.৭ ইঞ্চি। অপরটির আকৃতি হবে ৬ ইঞ্চি।


চীনা টেকনোলজি ওয়েবসাইট ডিজিটাইমস জানিয়েছে, এই আইফোনের আকৃতি হবে ২০ ন্যানোমিটার চিপসেট। অ্যাপল তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাক্সরিং কোম্পানি (টিএসএমসি)’র সঙ্গে যৌথভাবে কাজ করছে।


আগামী বছরের অক্টোবর মাসে ১২.৯ ইঞ্চি অথবা ১৩.৩ ইঞ্চি স্ক্রিনের আইপ্যাড বাজারে ছাড়বে বলেও জানা গেছে।


(ঢাকাটাইমস/২৫ ডিসেম্বর/এসইউএল/জেডএ.)