বিটিআরসি কে থ্রিজির স্পেকট্রাম ফি দিল টেলিটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৩ ১৯:০৭:০২
ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) থ্রিজির স্পেকট্রাম ফি দিয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুজিবুর রহমানের কাছ থেকে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস স্পেকট্রাম ফি-এর অংশবিশেষ ৫০ কোটি টাকার চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, বিটিআরসির মহাপরিচালক (প্রশাসন) অভিজিৎ চৌধুরী, বিটিআরসির পরিচালক (অর্থ) আশিষ কুমার কুন্ডু, টেলিটকের জেনারেল ম্যানেজার (জিএম) ফারুক আহমেদ এবং টেলিটকের ডিজিএম মো. মনিরুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থ্রিজির লাইসেন্স ফি বাবদ বিটিআরসিকে ১০ কোটি ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। বর্তমানে টেলিটক তার থ্রিজির অগ্রযাত্রায় সাতটি বিভাগীয় শহরের পর আরো ১৮টি জেলা শহরে সুদৃঢ় নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে গ্রাহক সেবার মান নিশ্চিত করছে। টেলিটকের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ২৮ লাখ।
(ঢাকাটাইমস/২৬ ডিসেম্বর/এজে)