ঢাকা: বাস্তবিক দুনিয়ায় আপনি যতই বিচ্ছিন্ন থাকুন না কেন ভার্চুয়াল জগতে প্রবেশ করা মাত্রই মানুষ ইন্টারক্যানেক্টেট হয়ে যান। সাইবার জগতে লগইন করা কিংবা ব্রাউজারে ক্লিক করা মাত্রই তথ্য প্রবাহের হাইওয়েতে প্রবেশ। আর এতেই মানুষ একে অপরের সঙ্গে কানেক্টেড হতে পারছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ প্রক্রিয়াকে আরো সহজ করার জন্য কাজ করে যাচ্ছে।
আমেরিকার তথ্য-প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ইনকর্পোরেশনের প্রধান গবেষক আনশুল গুপ্তার মতে, ২০১৩ সালের থার্ট কোয়ার্টারে বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে চারশ’ মিলিয়ন। এই সংখ্যা এশিয়া প্যাসেফিকেই বেশি।
আনশুল গুপ্তা মনে করেন, ফিচারযুক্ত স্মার্টফোনের ব্যবহার বাড়তে থাকলেই অবাধ যোগাযোগের ধারা দিনদিন বাড়তে থাকবে।
(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এজেড/জেএস)