logo ০৫ মে ২০২৫
ল্যাপটপে ইন্টেলের থ্রিডি ডেপথ ক্যামেরা আসছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জানুয়ারি, ২০১৪ ০০:৪৯:৪০
image

ঢাকা: এবার ল্যাপটপেও আসছে ত্রিমাত্রিক ক্যামেরা প্রযুক্তি। ‘রিয়েলসেন্স’ ব্র্যান্ড নামের আওতায় এই ত্রিমাত্রিক ক্যামেরাগুলো তৈরি করছে শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল।


ইন্টেল জানিয়েছে, এ বছরেই এই ধরনের ক্যামেরায় সমৃদ্ধ সাতটি প্রতিষ্ঠানের ল্যাপটপ বাজারে আসতে যাচ্ছে।


ইন্টেলের এই ক্যামেরাগুলো জেশ্চার কন্ট্রোল প্রযুক্তিকে ল্যাপটপের জন্যও সুবিধাজনক করে তুলবে। কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড অবজেক্টকেও পৃথক করে তোলার কাজে ব্যবহার করা যাবে এই ত্রিমাত্রিক ক্যামেরা।


কাইনেক্ট ও সফটকাইনেটিক্টসের একই ধরনের ক্যামেরা বাজারে থাকলেও ইন্টেলের ক্যামেরাগুলোই এই প্রযুক্তিকে মূল প্রযুক্তি বাজারে সংযোজন করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।


(ঢাকাটাইমস/০৮ জানুয়ারি/এজে)