নতুন রূপে সামলি
ঢাকাটাইমস ডেস্ক
০৯ জানুয়ারি, ২০১৪ ০০:৪৯:১৩
ঢাকা: বিভিন্ন সংবাদের সারসংক্ষেপ তৈরির অ্যাপ্লিকেশন সামলি এবার আসছে নতুন রূপে। ১৭ বছর বয়সী ব্রিটিশ তরুণ নিক ডি'অ্যালোইসিও'র এই অ্যাপ্লিকেশনটি গত বছরে ৩০ মিলিয়ন ডলারে কিনে নেয় ইয়াহু। এরপর নিক এই সেবাটির ব্যবস্থাপক হিসেবে কাজ করে যাচ্ছেন।
সামলিকে নতুন রূপ দেওয়ার ঘোষণা দেন ইয়াহু সিইও মারিসা মেয়ার। এ সময় মারিসার সাথেই ছিলেন নিক। নতুন রূপে আসা অ্যাপ্লিকেশনটির নাম দেওয়া হয়েছে 'ইয়াহু! নিউজ ডাইজেস্ট'। নতুন অ্যাপ্লিকেশনটি প্রতিদিন এর গ্রাহককে দুইবার সংবাদসংক্ষেপ জানাবে।
প্রতিবারের সংবাদসংক্ষেপে থাকবে ৯টি করে অংশ। প্রতিটি অংশই বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত খবরকে সংক্ষেপ করবে এবং এর মধ্যে প্রয়োজনমতো টুইট, অডিও-ভিডিও এবং মানচিত্রও যুক্ত থাকবে। নিক জানান, সবসময় যেন খবরের সাথে যুক্ত থাকা যায়, সেই লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে অ্যাপ্লিকেশনটি।
এতে উপস্থাপিত খবরগুলোর ক্যাটাগরি গ্রাহক ইচ্ছেমতো বদলে নিতে পারবে। তাছাড়া কোনো খবর পছন্দ হলে তার বিস্তারিত জানতে মূল খবরে লিংকে যাওয়ার সুযোগও থাকবে বলে জানান নিক।
(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এমজেড)