ঢাকা: প্রযুক্তির কল্যাণে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার মান দিন দিন উন্নত হচ্ছে। উন্নত দেশের পাশাপাশি এখন উন্নয়নশীল দেশগুলোতেও প্রযুক্তির ব্যবহার বেড়ে চলছে। প্রযুক্তি ব্যবহারে যুব সমাজ এগিয়ে থাকলেও সব বয়সের মানুষই এখন প্রযুক্তির দিকে ঝুঁকছে। বর্তমান সময়ে নানা ধরনের স্মার্টফোন বাজারে এসেছে। ফলে ইন্টারনেট ব্যবহারের মাত্রাও বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ। এসব অ্যাপে রয়েছে নানা ধরনের সুবিধা। গুডহোমস ম্যাগাজিন অবলম্বনে লিখেছেন সদর উদ্দীন লিমন।
ভারতভিত্তিক কোম্পানি কানসাই নিরোলাক পেইন্ট লিমিটেড এরকম একটি অ্যাপ বাজারে ছেড়েছে। নিরোলাক কালার স্টাইল এই অ্যাপ প্রযুক্তিতে আরো নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই হয়ত এরই মধ্যে এই অ্যাপ দেখেছেন বা অনেকেই ব্যবহারও করছেন। তবে যারা এখনো এই অ্যাপে সম্পর্কে জানেন না তাদের জন্য সুখবর হচ্ছে আপনি এই অ্যাপ থেকে পাবেন নানা ধরনের সুবিধা। পছন্দ অনুযায়ী নানা রঙ ও স্টাইলের সমন্বয়ে পেইন্টিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তাছাড়া আপনার পছন্দের মতো ডিজাইন করার সুযোগ তো থাকছেই।
শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করা যাবে। তবে খুব শিগগিরই অন্যান্য স্মার্টফোনেও এই অ্যাপ ব্যবহার করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করতে চাইলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাপ স্টোরে গিয়ে Nerolac, Color Style, Color Combinations or Home Painting লিখে সার্চ দিন।
এই অ্যাপে বিভিন্ন অপশন থাকবে। ইচ্ছামতো যে কোনো অপশন আপনি ব্যবহার করতে পারবেন। pick a color নামের একটি অপশন রয়েছে। এই অপশনে ঢুকলে আপনি বিভিন্ন ধরনের রং দেখতে পাবেন। পছন্দমতো যে কোনো একটি রং বেছে নিতে পারবেন। তবে মজার বিষয় হলো- এই অ্যাপ থেকে ‘ভার্চুয়াল পেইন্টের’ মাধ্যমে আপনি বিভিন্ন ডিজাইনের বাড়ি নির্মাণের কথা চিন্তা করতে পারেন। বাড়িতে কোনো ধরনের ফার্নিচার ব্যবহার করবেন তারও একটি ধারণা নিতে পারবেন এখান থেকে।
এছাড়াও বাজারে অনেক ধরনের অ্যাপ রয়েছে। কম্পিউটার ভিত্তিক বিভিন্ন প্রোগ্রামে এসব অ্যাপ প্রচুর ব্যবহার করা হয়। এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাপ হলো-
ডুয়োলিংগো (Duolingo) অ্যাপ : বিভিন্ন ভাষার সমন্বয়ে এই অ্যাপ গঠিত। ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান ও ইটালিয়ান ভাষা শেখা যাবে এই অ্যাপ থেকে। সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।
পকেট কাস্টস (pocket Casts) অ্যাপ : পডকাস্ট অর্গানাইজ করার জন্য এটি একটি প্রয়োজনীয় ওয়ান স্টপ অ্যাপ। অ্যাপটির বাজার মূল্য ৩.৯৯ ডলার।
নোভা লাঞ্চার (Nova Launcher) : এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপের মাধ্যমে কাস্টমাইজেবল ও পারফরম্যান্স ভিত্তিক বার ইনস্টল করা যায়।
অ্যারো (Aereo) : এর মাধ্যমে আপনি আপনার পছন্দের যে কোনো টিভি প্রোগ্রাম ইচ্ছামতো দেখতে পারবেন। শুধু তাই নয়, এই অ্যাপটি টিভির প্রোগ্রামগুলো রেকর্ড করে রাখে। পরবর্তীতে রেকর্ড করা ওই প্রোগ্রামগুলো আপনি শুনতেও পারবেন।
এভারনোট (Evernote) : যারা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছবি পোস্ট করেন তাদের জন্য এই অ্যাপটি গুরুত্বপূর্ণ। ছবি তোলার পর এই অ্যাপটির মাধ্যমে ইমেজে নোট করা, রিমাইন্ডার সেট, অডিও রেকর্ড ও ট্যাগ করা যায়। অ্যাপটিতে কাস্টমাইজেবল হোম স্ক্রিনও রয়েছে।
পিক্সলার এক্সপ্রেস (Pixlr Express) : ফটো এডিট করার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। এতে কালার কারেক্ট অপশন, ব্লার ও লেয়ার ইমেজ এবং একটির ওপর অন্য লেয়ারের স্টিকার বসানোর ব্যবস্থা রয়েছে।
এছাড়া বাজারে ডাবল টুইস্ট (doubleTwist), রেডিট ইজ ফান (Reddit is fun), ফিডলি (Feedly), স্লিপবটসহ (Sleepbot) বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। প্রতিটি অ্যাপেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনার পছন্দসই একাধিক অ্যাপও ব্যবহার করতে পারবেন আপনার স্মার্টফোনে।
(ঢাকাটাইমস/ ২১ জানুয়ারি/ এআর/ ঘ.)