logo ০৫ মে ২০২৫
মোবাইল মেসেজিং নিরাপত্তা প্রযুক্তির বাজার বেড়েছে
ঢাকাটাইমস ডেস্ক
১১ জানুয়ারি, ২০১৪ ০১:০৮:০৯
image

ঢাকা: মোবাইল ডিভাইসে আসা স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে নেটওয়ার্ক অপারেটররা ক্রমবর্ধমান হারে নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইনফোনেটিকস জানায়, গত বছর মোবাইল মেসেজিং নিরাপত্তা যন্ত্রাংশ ও সফটওয়্যারের বাজার বেড়েছে ৭০ শতাংশ। খবর টেলিকম লিডের।


ইনফোনেটিকসের নিরাপত্তাবিষয়ক মুখ্য বিশ্লেষক জেফ উইলসন বলেন, গত এক দশকে এসএমএস ও এমএমএসের ব্যবহার বহু গুণ বেড়েছে। কিন্তু কোনো অপারেটরই আগেভাগে মোবাইল মেসেজিং নিরাপত্তা ব্যবস্থা তেমন নেয়নি। তবে এখন অর্থনৈতিক, প্রশাসনিক চাপ ও হ্যাকিংয়ের শিকার হওয়ার পর থেকে এ বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নিচ্ছে তারা।


এদিকে নীতিনির্ধারক ও প্রশাসনের চাপে অনেক অঞ্চলে টেলিকম অপারেটররা জোট বেঁধে এসএমএস ও এমএমএসের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য একক প্রতিষ্ঠান কিংবা প্রযুক্তি বেছে নিচ্ছে। যেমন ভারতের টেলিকম অপারেটররা বেছে নিয়েছে ক্লাউডমার্কের টেলিডিএনএ প্রযুক্তি।


ইনফোনেটিকস জানায়, প্রতি বছর সারা বিশ্বে ১০ লাখ কোটির বেশি এসএমএস ও এমএমএস আদান-প্রদান হয়। এ সুযোগই কাজে লাগাচ্ছেন স্প্যামার ও হ্যাকাররা। এতে এসএমএস-এমএমএস স্প্যাম ও ঝুঁকি ঠেকাতে নিরাপত্তা গেটওয়ে প্রযুক্তিতে অধিক হারে বিনিয়োগ করছে অপারেটররা।


২০১৩ সালে এসএমএস-এমএমএস নিরাপত্তা গেটওয়ে প্রযুক্তিতে বিশ্বব্যাপী বিনিয়োগ হয়েছিল ৭ কোটি ডলার, যা ২০১২ সালের তুলনায় ৭০ শতাংশ বেশি।


এদিকে ২০১৩ সালে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে ক্লাউডমার্ক। তবে এ খাতে আয়ের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে অন্য প্রতিষ্ঠান অ্যাডাপটিভ মোবাইল।


ইনফোনেটিকসের মতে, চলতি বছর এসএমএস-এমএমএস নিরাপত্তা খাতে বিনিয়োগ আরো বাড়বে। কেননা, প্রতিটি নেটওয়ার্কিং যন্ত্রাংশ নির্মাতা ও টেলিকম অপারেটররা এ ধরনের প্রযুক্তি ব্যবহারে বাধ্য হবে। ২০১৪ সালে এ খাতের প্রবৃদ্ধি হবে ৫৬ শতাংশ। ২০১৭ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।


(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এমএম)