মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৪ ২০:১৫:৩০

ঢাকা: মোবাইল ফোন ও টাওয়ার হতে নির্গত রেডিয়েশন নন-আয়োনাইজিং প্রকৃতির যা মানবদেহের জন্য ক্ষতিকর নয়। তবে যানবাহন চালনায় ও দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার কিছুটা স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে।
রবিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘মোবাইল ফোন ব্যবহারে স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ তথ্য জানান।
সেমিনারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. মুজিবুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মুজিবুর রহমান বলেন, ‘মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে স্বাস্থ্য ও জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে তবে সেটা খুবই সামান্য। এটা নিয়ে জনমনে যতোটা ভয়-ভীতি দেখা যাচ্ছে আসলে ততোটা ভয়ঙ্কর নয়।’
সেমিনারে অধ্যাপক প্রকৌশলী এম শামিম জেড জামান বসুনিয়া, প্রকৌশলী মো. নুরুল ইসলাম (নুরু) উপস্থিত ছিলেন।
কি-নোট পেপারের আলোচনা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন মিয়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহা-পরিচালক ড. অধ্যাপক আবুল কালাম আজাদ ও অধ্যাপক এ কে সলিমুল্লাহ খন্দকার প্রমুখ।
(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এমএবি/এজে)