logo ০৫ মে ২০২৫
মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জানুয়ারি, ২০১৪ ০০:৪৮:১৯
image

ঢাকা: সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আইসিটি মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।


প্রতিমন্ত্রী বলেন, ‘আধুনিক জ্ঞান ও প্রযুক্তি-নির্ভর ডিজিটাল বাংলাদেশে গড়ে তোলাই এ সরকারের মূল লক্ষ্য। দেশের জনগোষ্ঠীর ৭০ শতাংশই তরুণ। যাদের বয়স ৩৫ এর নিচে। এই জনগোষ্ঠীকে উপযুক্তভাবে গড়ে তুলতেই ২০১১ সালে আইসিটি মন্ত্রণালয়কে স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে গঠন করা হয়।’


এমসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আশরাফ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমান, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ ও ডিআইইউ ট্রেজারার অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 


দেশব্যাপী মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সবাইকে আগ্রহী করে তুলতেই এই প্রকল্প নিয়েছে আইসিটি মন্ত্রণালয়। এ প্রকল্পে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে এমসিসি, ইএটিএল, বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভলপার গ্রুপ


(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এজে)