logo ০৫ মে ২০২৫
এয়ারটেল ও ভোডাফোনের লাইসেন্স রিনিউ আবেদন খারিজ
ঢাকাটাইমস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি, ২০১৪ ১৮:২৯:৩৭
image

ঢাকা: ভারতের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল এয়ারটেল ও ভোডাফোনের লাইসেন্স রিনিউ এর আবেদন। ফলে স্পেকট্রাম নিলামে দরপত্র দিতে বাধ্য হবে এই দুই মোবাইল অপারেটর কোম্পানি। সোমবার বিবিসি অলাইনের এক প্রতিবেদনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।


গত কয়েক মাস আগে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (ডট) সংস্থা দুটির লাইসেন্স নবায়নের আবেদন খারিজ করে দেয়। নবায়নের সেই আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় ভোডাফোন ও এয়ারটেল। কিন্তু সুপ্রিম কোর্ট সোমবার লাইসেন্স রিনিউ এর সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেয়।


নতুন নিয়ম অনুযায়ী ২০১৪ সালের নভেম্বর মাসে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরে নিলামের মাধ্যমে বাজারদরেই তা কিনতে হবে ভারতীয় মোবইল অপারেটর কোম্পানি এয়ারটেল ও ভোডাফোনকে।


(ঢাকাটাইমস/৩ ফেব্রুয়ারি/এসইউএল/জেডএ.)