logo ০৫ মে ২০২৫
৩০০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি বিক্রি করেছে গুগল
ঢাকাটাইমস ডেস্ক
৩০ জানুয়ারি, ২০১৪ ১৩:১৩:৩২
image


ঢাকা: মার্কিন মোবাইল ফোন মটোরোলা মোবিলিটিকে ২ দশমিক ৯১ বিলিয়ন ডলারে চীনের কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেনোভোর কাছে বিক্রি করেছে গুগল।

মাত্র দুবছরের কম সময়ের আগে গুগল সাড়ে ১২ কোটি ডলার ব্যয়ে এটি কিনেছিলো।

মটোরোলা ইউনিটটি কেনার মাধ্যমে লেনোভো তাদের স্মার্টফোন ব্যবসাকে আরো প্রসারিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। মূলত লেনোভোর কম্পিউটার ব্যবসায়ে মন্দাভাবের কারনে বিকল্প চিন্তা করছে প্রতিষ্ঠানটি।

তবে গুগল মটোরোলার গুরুত্বপূর্ণ একটি অংশ এখনো নিজের অধীনেই রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যান্ডোরেইড সফটওয়্যার।

এক বিবৃতিতে গুগল জানায়, ‘প্রতিযোগীতাপূর্ণ বাজারে মটোরোলা, লেনোভোর জন্যেই বেশি প্রয়োজনীয়।’

লেনোভো মটোরোলার এই অংশটি কেনার ফলে বিশ্ববাজারে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে আর্বিভূত হলো। বিশ্বে স্মার্টফোনের বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল, দ্বিতীয় অবস্থানে স্যামসাং।

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজী অ্যানাল্টিকস ব্লগে তাদের মতামত জানিয়ে বলেন, ‘এটি লেনোভোর জন্যে অবশ্যই ভালো উদ্যোগ।’

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেএস)