ঢাকা: বর্তমানে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। সেই সঙ্গে একের পর এক বাজারে আসছে নতুন নতুন অ্যাপ। সম্প্রতি বাজারে এলো অলকাস্ট (অষষঈধংঃ) নামের এক ধরনের বিশেষ অ্যাপ।
আমরা হয়তবা অনেকেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেটের সঙ্গে এইচডিটিভি ব্যবহার করে পছন্দের বিভিন্ন গান, সিনেমা শুনি বা দেখি। এছাড়া অনেকেই সারাদিন গেমও খেলে থাকি। অলকাস্ট এমন এক ধরনের অ্যাপ যার মাধ্যমে সহজেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে এইচডিটিভিতে বিভিন্ন ধরনের সিনেমা, ভিডিও গান দেখা বা গেম খেলা যায়। এই অ্যাপটি খুবই দ্রুত গতিসম্পন্ন। ফোন থেকে বিভিন্ন ক্যাবল বা যন্ত্রের মাধ্যমে এইচডিটিভির সঙ্গে লাইন টেনে এ ব্যবস্থা করা হয়। এ সময় আপনি আপনার ফোন থেকে এইচডিটিভি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ফোনে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো ধরনের মিউজিক ও সিনেমা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে তা বড় স্ক্রিনে দেখতে পারবেন।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসইউএল/জেএস)