logo ০৫ মে ২০২৫
অবকাঠামো বিনিময়ে টেলিটক-এয়ারটেলের চুক্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ ফেব্রুয়ারি, ২০১৪ ১৯:৫৯:০৫
image


ঢাকা: রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশের সঙ্গে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠান অবকাঠামোগত সুবিধা বিনিময়ের সুযোগ পাবে। মঙ্গলবার রাজধানীর বনানীতে এয়াটেলের কর্পোররেট অফিসে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং এয়াটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট চুক্তিতে সই করেন।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, টেলিটক এবং এয়ারটেলের এ উদ্যোগ টেলিযোগাযোগ খাতের জন্য মাইলফলক। অবকাঠামো বিনিময়ের মাধ্যমে টেলিটক এবং এয়ারটেল দেশজুড়ে গ্রাহকদের উন্নত এবং কাক্সিক্ষত সেবা দিতে পারবে।

ক্রিস টবিট বলেন, ‘ গ্রাহকদের জন্য সাশ্রয়ী পদ্ধতিতে সর্বোচ্চ মানের যোগাযোগ সেবা দিতে চাই। সহযোগিতামূলক উদ্যোগটির মাধ্যমে আমরা বিটিএস সাইটগুলোর পরিধির সর্বোচ্চ ব্যবহার করতে পারবো এবং সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান চাপ কমাতে পারবো।

চুক্তি সই অনুষ্ঠানে এসময় টেলিটকের থ্রিজি প্রজেক্ট ডিরেক্টর গিয়াস উদ্দীন আহমেদ, রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট রিলেশন জেনারেল ম্যানেজার কাজী গোলম কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার থ্রিজি প্রজেক্ট রেজাউল কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকিউরমেন্ট আনোয়ার হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রোভাষ চন্দ্র রায়, ম্যানেজার রাজাউল করিম রিজভী, অ্যাসিসটেন্ট ম্যানেজার থ্রিজি প্রজেক্ট এস এম লতিফুল্লাহিল মজিদ, এয়ারটেলের চিফ সাপ্লাই চেন অফিসার জয়েশ পাটেল, চিফ টেকনিকাল অফিসার সন্দ্বীপন চক্রবর্তী, হেড অফ সাইট অ্যাকুইজেশন অ্যান্ড প্রজেক্টস ইয়াসির এ মাবুদ ও সাইট অ্যাকুইজেশন অ্যান্ড প্রজেক্টস সিনিয়র এক্সেকিউটিভ তারেক আজিজ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/ ২৫ ফেব্রুয়ারি/ এইচএফ/ ১৯.৫৫ঘ.)