ঢাকা: ৮ মার্চ নারী দিবসে ওয়ান বিলিয়ন রাইজিং (ওবিআর) এবং কিউবি ভিন্নধর্মী এক পদযাত্রার আয়োজ করে। শনিবার গুলশান-২ এ শত শত নারী ও পুরুষ সমবেত হয়। তারা হাইহিল (জুতা) পড়ে প্রায় ১ কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহন করেন। নারীর প্রতি সহিংস দৃষ্টিভঙ্গির পরিবর্তনের লক্ষ্যে ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদের অংশ হিসেবে ছিল এই আয়োজন।
‘মার্চ ইন হার হিলস্’ দৈনন্দিন জীবনে নারীরা যে অসংখ্য প্রতিবন্ধকতার মুখোমুখি হয় তা সবার সামনে তুলে ধরা হয়। সবার প্রতিবাদী কণ্ঠ নারীর প্রতি রাস্তার হয়রানি থেকে শুরু করে যে কোন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয় পদযাত্রায়।
গোলাপী রংয়ের উচু হিলের জুতা পদযাত্রাকে আরো ঊৎসবমুখর করে তুলে। সবার হাতে হাতে ছিল নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের স্লোগান সম্বলিত ব্যানার। পদযাত্রায় বিশিষ্ট নারী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
কিউবির হেড অফ ব্র্যান্ডস এন্ড কমিউনিকেশন তাসনীম আইয়ুব বলেন, এবারের আন্তর্জাতিক নারী দিবসে আমরা এমন একটি ডিভাইস নিয়ে এসেছি; যেটি কেবল নারীদেরকেই সম্মাননা জানায়নি; একইসঙ্গে পুরুষদেরও আহ্বান জানিয়েছে- যারা একই বিশ্বাসে বিশ্বাসী এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃঢ়সংকল্প। ওবিআর-এর উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পদযাত্রায় সহযোগিতা করেছে রেডিও ফূর্তি।
(ঢাকাটাইমস/৯ মার্চ/ জেডএ.)