logo ০৫ মে ২০২৫
২০১২-১৩ অর্থবছরে টেলিটকের নিট মুনাফা ৪৬.৩৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মার্চ, ২০১৪ ১৭:৫৫:০৪
image


ঢাকা: গত তিন বছর ধরে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্কের ক্রমাগত উন্নতি সাধিত হচ্ছে। এ পর্যন্ত দেশের সব বিভাগসহ ১৮টি জেলায় ৩-জি সেবা চালু করা হয়েছে। অন্য জেলাগুলোতেও অচিরেই ৩-জি সেবা চালু হবে। ৩-জি সেবার উন্নত মানের কারণে গ্রাহক পর্যায়ে এর গ্রহণযোগ্যতা বেড়েছে বহুগুণ। এরইমধ্যেই টেলিটকের রাজস্ব ও মুনাফার ওপর এর ইতিবাচক প্রভাব পড়েছে।

২০১১-২০১২ অর্থবছরে টেলিটকের রাজস্ব ছিল ৩৫৭ কোটি টাকা। ২০১২-২০১৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬০ কোটি টাকায়। ২০১১-২০১২ অর্থবছরে করপূর্ব মুনাফা ২৭ কোটি টাকা থেকে ২০১২-২০১৩ অর্থবছরে ২.৭৫ গুণ বৃদ্ধি পেয়ে ১০২ কোটি টাকায় উন্নীত হয়েছে এবং ২০১২-২০১৩ অর্থবছরে নিট মুনাফা হয়েছে ৪৬.৩৮ কোটি টাকা।

সম্প্রতি টেলিটকের নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯ মার্চ/ জেডএ.)