logo ০৫ মে ২০২৫
ইন্সট্যান্ট ম্যাসেজিং প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা উচিত : এয়ারটেল

ঢাকাটাইমস ডেস্ক
০৪ মার্চ, ২০১৪ ১৩:৩২:৪৯
image


ঢাকা: ভারতভিত্তিক বিশিষ্ট টেলিকমিউনিকেশন কোম্পানি এয়ারটেল দাবি করেছে, মোবাইল অপারেটর কোম্পানির মতো ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন ফার্মকে নিয়ন্ত্রণ করা উচিত। হোয়াটসঅ্যাপ, লাইনস ও স্কাইপের মতো অনেক ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠান রয়েছে যারা নিয়ম-নীতি না মেনেই তাদের কার্যক্রম চালায়।

এয়ারটেল অভিযোগ করেছে, মোবাইলে কথা বলা বা ম্যাসেজ পাঠানোর চেয়ে ইন্টারনেটে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কথা বলে বা ম্যাসেজ পাঠানো একেবারে কম ব্যয়বহুল। এটি মোবাইল কোম্পানির জন্য হুমকি স্বরূপ। এগুলো নিয়ন্ত্রণের আওতায় আনলে মোবাইল অপারেটরগুলো আরো বেশি লাভবান হবে। সম্প্রতি সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ১৯ বিলিয়ন ডলারের মাধ্যমে কিনে নিয়েছে।

স্মার্টফোনের মাধ্যমে হোয়াটঅ্যাপ ব্যবহার করে ছবি, ভিডিও ও এসএমএস আদান প্রদান করা যায়। হোয়াটঅ্যাপের এ পর্যন্ত মোট ৪৫০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

(ঢাকাটাইমস/৪মার্চ/এসইউএল/জেএস)