logo ০৫ মে ২০২৫
বাজারে আসছে মটো-এক্স
ঢাকাটাইমস ডেস্ক
০৫ মার্চ, ২০১৪ ১১:১৪:৫০
image


ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মটোরলা আর কয়েক সপ্তাহের মধ্যে ভারতের বাজারে ছাড়তে যাচ্ছে নতুন হ্যান্ডসেট মটো-এক্স। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এই ফোন বাজারে ছাড়ার কয়েক দিনের মধ্যেই সারাবিশ্বে ছড়িয়ে দেয়া হবে।

এই ফোনে ৪.৭ ইঞ্চি এইচডি স্ক্রিন, ডুয়াল কোর-প্রসেসর, ১০ এমপি ক্যামেরা ও ২ জিবি র‌্যাম থাকবে। এছাড়া এই ফোনে অন্ধকারে ছবি তোলার জন্য শতকরা ৭৫ ভাগ আলোর ব্যবস্থা থাকবে।

নোকেয়ার গ্লেন্স স্ক্রিনের মতো এই স্মার্টফোনেও অ্যাকটিভ ডিসপ্লে থাকবে। এতে যদি স্ক্রিন বন্ধও হয়ে যায় তাহলেও স্ক্রিনে বিভিন্ন ম্যাসেজ, ইমেইল ও মিসডকলসহ বিভিন্ন ফাংশন দেখা যাবে। তাছাড়া এই স্মার্টফোনে মাইগ্রেট অ্যাপ ব্যবহার করে যে কোনো অ্যান্ড্রয়েড ৪.২ আকৃতির ফোন থেকে ছবি, ভিডিও, কল লগ, এসএমএসসহ বিভিন্ন ফাংশন স্থানান্তর করা যাবে।

(ঢাকাটাইমস/৫মার্চ/এসইউএল/জেএস)