logo ০৫ মে ২০২৫
স্যামাসং গ্যালাক্সি এস-৫ এর বৈশিষ্ট্য
ঢাকাটাইমস ডেস্ক
০৬ মার্চ, ২০১৪ ১১:২৭:৫২
image


ঢাকা: দক্ষিণ কোরিয়াভিত্তিক মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং একের পর এক সাফল্য দেখিয়ে যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস-৪ স্মার্টফোনের পর সম্প্রতি বাজারে ছেড়েছে স্যামসাং গ্যালাক্সি এস-৫। এই স্মার্টফোনে বিশেষ কিছু নতুনত্ব রয়েছে। এই ফোনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পানি ও ধূলিকণা প্রতিরোধক। তাছাড়া এই ফোনের পেছনের পাশে ক্যামেরার ফ্লাস লাইটের পাশে হার্ট রেট মনিটর থাকবে।

এছাড়া এই স্মার্টফোনে হাইব্রিড অটো ফোকাস শক্তিসম্পন্ন ১৬ এমপি ক্যামেরা থাকবে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এটিই বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন অটো ফোকাস ক্যামেরা। তাছাড়া এই ফোনের ক্যামেরা ডিএসএলআর ক্যামেরার মতো শক্তিসম্পন্ন বলেও কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গ্যালাক্সি এস-৫ ওয়াই-ফাই ৮০২ সাপোর্ট করে। এই স্মার্টফোন থেকে ওয়াই-ফাই ও এলটিই কানেকশনের ম্যাধ্যমে দ্রুত যে কোনো কিছু ডাউনলোড করা যায়।

(ঢাকাটাইমস/৬মার্চ/এসইউএল/জেএস)