logo ০৫ মে ২০২৫
নাটোরে টেলিটকের থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মার্চ, ২০১৪ ১৯:১০:৩১
image

ঢাকা: ভিশন ২০২১ এর আলোকে বহুল প্রতিক্ষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিটক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে সর্বপ্রথম থ্রিজি প্রযুক্তির সেবা চালু করেছে। পর্যায়ক্রমে সারা দেশে থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করে চলেছে।


এরই ধারাবাহিকতায় গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুজিবুর রহমান এর সাথে ভিডিও কলে কথোপকথনের মাধ্যমে নাটোর জেলায় থ্রিজি নেটওয়ার্কের শুভ উদ্বোধন করেন।


উক্ত অনুষ্ঠানে মো. শফিকুল ইসলাম শিমুল এমপি, নাটোরের জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ, টেলিটকের বিক্রয় ও বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শাহ্ জুলফিকার হায়দারসহ জেলা প্রশাসন এবং টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/৩১ মার্চ/এজে)