ঢাকা: বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ তথ্যপ্রযুক্তির কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করে। ল্যাপটপ বহন করা সুবিধা বলে এখন সবাই এটিই ব্যবহার করে। তবে এখন আর ল্যাপটপ নয়, স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি নোট প্রো ১২.২ ট্যাবলেট থেকে পাওয়া যাবে ল্যাপটপের সকল সুযোগ-সুবিধা।
এটির দামও অনেক, ল্যাপটপের থেকে বেশি। নতুন বাজারে আসা এই ল্যাপটপের দাম ধরা হয়েছে ৮৫০ ইউএস ডলার।
ল্যাপটপের মতো ভিডিও দেখা, অডিও শোনা, ইন্টারনেট ব্যবহার করা, বই ও ম্যাগাজিন পড়াসহ সকল ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই ট্যাবলেটে।
ল্যাপটপের কী-বোর্ডের মতো এই ট্যাবলেটে স্ক্রিন কী-বোর্ড রয়েছে। অন্যান্য ল্যাপটপের তুলনায় এ ট্যাবলেটের স্ক্রিনও অনেক বড়। এই ট্যাবলেট বিভিন্ন আকৃতির রয়েছে। আকার ভেদে এর দামেরও পার্থক্য রয়েছে।
(ঢাকাটাইমস/২৬মার্চ/এসইউএল/জেএস)