ঢাকা: কানাডার বংশোদ্ভূত মার্কিন কণ্ঠশিল্পী নেইল ইওং এইচ-ডি পোর্টেবল মিউজিক প্লেয়ার এবং ডাউনলোড সার্ভিস চালু করতে যাচ্ছে। ইতিমধ্যে তার অনেক কাজই প্রায় শেষ। আগামী সপ্তাহে এটি বাজারে ছাড়া হবে।
তিনি বলেছেন, চলতি সপ্তাহে Kickstarter ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে। এর দাম পড়বে ৩৯৯ মার্কিন ডলার। নেইল ইওং বলেন, এর মাধ্যমে শ্রোতারা সহজেই ডিজিটাল মিউজিক শুনতে পারবে। এখানে হাজারো গানের সমন্বয় থাকবে।
তিনি আরো বলেন, এখন তথ্য ও প্রযুক্তির যুগ। সবাই এখন সহজেই যেকোনো কিছু পেতে চায়। মানুষের এ সুবিধার কথা মাথায় রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমান সময়ে মানুষের চাওয়া পাওয়া আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সেই সাথে বিজ্ঞানের এই নতুন নতুন আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলেছে।
(ঢাকাটাইমস/২০মার্চ/এসইউএল/জেএস)