এবার নারায়ণগঞ্জে থ্রিজি আনল বাংলালিংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৪ ১২:৪৪:৪৩
ঢাকা: টেলিকম অপারেটর বাংলালিংক আজ নারায়ণগঞ্জে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে। এক জমকালো র্যালিত বেলুন উড়ানোর মধ্য দিয়ে বাংলালিংক এ সেবা উদ্বোধন করে।
গত ১০ অক্টোবর বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি এর যাত্রা শুরু করে। এরপর রাজধানী ঢাকা, খুলনা ও বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি।
এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এর ডেপুটি কমিশনার জনাব মনোজ কান্তি বড়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জনাব সৈয়দ নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ ম্যাস মার্কেট এন্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান, রিজিওনাল সেল্স ম্যানেজার সাইদ লিয়াকত হোসেন, পিআর এন্ড কমিউনিকেশন এসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম শাফিন।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এএম)