logo ০৫ মে ২০২৫
ইলেক্ট্রনিক পেপারের ট্যাবলেট আনল সনি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৪ ০০:১৭:০৭
image

ঢাকা: ঠিক কাগজের মতোই পাতলা ইলেক্ট্রনিক পেপার অবমুক্ত হয়েছে গত বছর। এ পাতলা ইলেক্ট্রনিক কাগজ বিভিন্ন ডিজিটাল গ্যাজেটের পুরুত্ব উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে নিয়ে আসতে সক্ষম বলেই তখন জানানো হয়। তবে এটি ব্যবহার করে এতদিন পর্যন্ত কোনো গ্যাজেট আলোর মুখ দেখেনি।


সবাইকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত জাপানের জায়ান্ট সনি এ ইলেক্ট্রনিক পেপারের তৈরি প্রথম ট্যাবলেট পিসি তৈরি করেছে। মাত্র সাত মিলিমিটার পুরুত্বের এ ট্যাবলেট পিসিতে রয়েছে এফোর আকৃতির টাচস্ক্রিন।


এ টাচস্ক্রিন ডিসপ্লে পরিচালিত হয় ই-ইংক ডিসপ্লে প্রযুক্তিতে। এর ফলে এ ডিসপ্লেতে প্রদর্শিত যেকোনো ডক্যুমেন্টে মন্তব্য সংযোজন করা যায় এবং সরাসরি ডিসপ্লের উপর থেকেই সরাসরি ডক্যুমেন্টে লেখা যোগ করা যায়। একে মূলতই অফিশিয়াল কাজের জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সনি। আর সে উদ্দেশ্যকে মাথায় রেখে একে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি পরিচালিত করতে শক্তি খরচ হয় খুব কম।


সনি জানিয়েছে, একবার পূর্ণ চার্জ প্রদান করলে এ ডিভাইস তিন সপ্তাহ পর্যন্ত চার্জ না দিয়েই চালানো যাবে। ইন্টারনেট সংযোগের জন্য এ ডিভাইস ওয়াই-ফাই সমর্থন করবে।


সনি জানিয়েছে, আসছে মে মাসেই এটি বাজারে বিক্রির জন্য ছাড়বে তারা। আর এর দাম রাখা হবে ১,১০০ ডলার। এটি একটি দীর্ঘ গবেষণার ফসল বলেই জানিয়েছে নির্মাতা সনি। এর আগে একাধিক প্রতিষ্ঠান ই-ইংক ডিসপ্লে তৈরি করলেও এবারই প্রথম সনি জড়িত হয়েছে ই-ইংক ডিসপ্লে তৈরির সাথে। এর আগের সব কম শক্তি খরচ করা ই-ইংক ডিসপ্লেই মূলত কাঁচের উপর তৈরি। ফলে সেগুলো ওজনে ছিল যেমন বেশি, তেমনি সেগুলোর পুরুত্বও ছিল বেশি।


তবে নতুন যে ই-ইংক ডিসপ্লে তৈরি করেছে সনি, সেটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের উপর। মোবিয়াস নামের এ ডিসপ্লের ওজন আগের ডিসপ্লেগুলোর তুলনায় প্রায় অর্ধেক। আর এটি রেজ্যুলেশনের দিক থেকেও এগিয়ে রয়েছে। এর রেজ্যুলেশন ১২০০ বাই ১৬০০। এ ডিসপ্লে মূলত পিডিএফ ফাইল ডিসপ্লে করতে পারে। অন্যান্য ফরম্যাটের ফাইলকেও এটি পিডিএফ ফাইলে রূপান্তর করেই প্রদর্শন করে।


ট্যাবলেটটির সাথে দেয়া স্টাইলাস ব্যবহার করে সরাসরি ডক্যুমেন্ট ফাইল এডিটও করা যায়। টাচস্ক্রিন হলেও এতে রয়েছে কাগজের মতো বৈশিষ্ট্য। যে কারণে কাগজের উপর যেমন হাত রেখে লেখা যায়, তেমনি এ টাচস্কিনেও হাত রেখেই লেখা যাবে স্টাইলাস দিয়ে। চার গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের এ ট্যাবলেট মাইক্রোএসডি কার্ডও সমর্থন করে।


সনির অন্যান্য কাগজপত্র থেকে দেখা গেছে, এ মডেলের বাইরে একই ধরনের আরেকটি ট্যাবলেট তৈরির জন্য তারা কাজ করছে, যেটি হবে নমনীয়।


(ঢাকাটাইমস/০২ এপ্রিল/এজে)