logo ০৫ মে ২০২৫
আসছে পানিরোধী মটো জি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৪ ০০:২০:০৭
image

ঢাকা: মটোরোলার স্মার্টফোনগুলোর মধ্যে মটো জি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। সে কারণে এ মডেলটি নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছে মটোরোলা। এবারে টুইটারে ফাঁস হওয়া মটো জি’র একটি ছবি থেকে জানা গেছে এর নতুন সংস্করণ নিয়ে কাজ করছে মটোরোলা।


নতুন এ সংস্করণটি হবে পানিরোধী। একই সাথে ধুলাবালি থেকেও এটি মুক্ত রাখতে সক্ষম হবে নিজেকে।


এখন পর্যন্ত মটোরোলার কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সনির এক্সপেরিয়া জেড সিরিজের পানিরোধী ফোন জনপ্রিয় হয়ে ওঠাতেই এ দিকে মনোযোগী হয়েছে মটোরোলা।


এটি দিয়ে মটোরোলা বাজার দখল করে নিতে সমর্থ হবে বলেও আশাবাদ ব্যক্ত করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এখন দেখার বিষয় কবে নাগাদ এ ফোন বাজারে নিয়ে আসতে পারে মটোরোলা।


(ঢাকাটাইমস/০২ এপ্রিল/এজে)