ঢাকা: দক্ষিণ কোরিয়াভিত্তিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান একের পর এক নতুন আকৃতির ফোন তৈরি করে চলেছে। স্যামসাং এবার ভারতের বাজারে নিয়ে এলো নতুন অ্যান্ড্রয়েড ফোন গ্যালাক্সি এস-৫।
ইতিমধ্যে এই ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। আগামী ১১ এপ্রিল থেকে এটি বাজারে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যালাক্সি এস-৫ এর দাম ৫১ হাজার থেকে ৫৩ হাজার রুপির মধ্যে থাকবে। ক্রেতারা স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোর অথবা ইন্ডিয়ায় স্যামসাংয়ের নির্দিষ্ট স্টোর থেকে ১৫০০ রুপি জমা দেওয়ার মাধ্যমে এ ফোনের অগ্রিম অর্ডার দিতে পারবে।
এই ফোন কালো, সাদা, নীল ও সোনালি রঙের হবে। এই ফোনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে-এতে ৬৪ জিবি মাইক্রো এসডি কার্ড, ৫.১ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রীন, ১৬ এমপি প্রাইমারি ক্যামেরা, ২ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ২ জিবি র্যাম থাকবে।
(ঢাকাটাইমস/৩এপ্রিল/এসইউএল/জেএস)