আইফোন বেচে অ্যাপলের রেকর্ড
ঢাকাটাইমস ডেস্ক
০৯ এপ্রিল, ২০১৪ ০০:৫৯:৪০
ঢাকা: অ্যাপল হয়তো কখনো কল্পনাও করেনি কখনো, কিন্তু তাই হয়েছে। ৫০০ মিলিয়ন বা ৫০ কোটিতম আইফোনটি বিক্রি করে বিশ্বরেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। নির্দিষ্ট কোনো মডেলের একটি ডিভাইসের জন্য এটি অভিনব একটি ঘটনাও। এই সাফল্যের সূচনা সেই ২০০৭ সাল থেকে।
অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের হাত ধরে বাজারে আসে এই অভিনব ডিভাইস। বলতে গেলে আধুনিক স্মার্টফোনের সূচনাই ঘটে সেই আইফোনের মাধ্যমেই। সেই যে বাজারে প্রবেশ আইফোনের, এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখনও প্রতিবছরই প্রযুক্তি বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আইফোনের নতুন কোনো সংস্করণের জন্য।
নতুন সংস্করণে কী কী ফিচার বা সুবিধা যুক্ত হবে, নতুন কোন চমক হাজির হবে নতুন সংস্করণে, এসব বিষয় নিয়ে তার আরও কয়েকমাস আগে থেকেই চলতে থাকে জল্পনা-কল্পনা। এর মধ্যে সর্বমোট ৮টি মডেলের আইফোনকে প্রত্যক্ষ করেছে বিশ্ব। সর্বশেষ আইফোন ৫এস এবং আইফোন ৫সি মডেল দুইটি দিয়েও বাজারে সাড়া ফেলতে সমর্থ হয় অ্যাপল।
আইফোনের সাফল্যের ধারাবাহিকতা পরবর্তী সময়ে স্মার্টফোনকে দ্রুত জনপ্রিয় করে তোলে বিশ্বব্যাপী।
(ঢাকাটাইমস/ ৯ এপ্রিল/ এইচএফ/ ১২.৫৫ঘ.)