স্মার্টফোনের অভিন্ন চার্জারের পক্ষে ইউরোপ
ঢাকাটাইমস ডেস্ক
১৫ এপ্রিল, ২০১৪ ০১:০৬:০৯

ঢাকা: বর্তমান বিশ্বে অন্যতম জনপ্রিয় পণ্যের নাম স্মার্টফোন। বিশ্বখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এই স্মার্টফোন তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। ফলে বাজারে রয়েছে হরেক ব্র্যান্ডের স্মার্টফোন। উন্নত বিশ্ব পেরিয়ে অনুন্নত বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে গেলে স্মার্টফোনের ব্র্যান্ড আরও বেশি বৈচিত্র্যময়। স্বল্পমূল্যে স্মার্টফোন তৈরিতে স্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডগুলোও কাজ করে যাচ্ছে। তাতে করে স্মার্টফোনের বাজারে ব্র্যান্ডের পরিমাণ বেড়েই চলেছে। গ্রাহকদের জন্য এটি পছন্দের সুযোগ বাড়িয়ে দিলেও অন্যদিকে একেক ব্র্যান্ডের স্মার্টফোনে একেক ডিজাইনের চার্জারের ব্যবহারকে খানিকটা সমস্যাও তৈরি করে বটে। নিজের চার্জারটি সাথে না থাকলে তখন ফোন চার্জ দেওয়ার জন্য হন্যে হয়ে গেলেও লাভ হয় না। যদি সব স্মার্টফোনে একই ডিজাইন ও মডেলের চার্জার ব্যবহারের সুযোগ থাকত, সেটা সার্বিকভাবে সকল স্মার্টফোন ব্যবহারকারীর জন্যই একটি আশির্বাদ হয়ে আসত। আশার বিষয়, এমনটি চিন্তা করছেন ইউরোপের শীর্ষ ব্যক্তিত্বরাও। ফলে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা সম্প্রতি এমন একটি বিধানের পক্ষে মত দিয়েছেন যাতে করে প্রতিটি স্মার্টফোন নির্মাতা তাদের স্মার্টফোনে একই ধরনের চার্জার ব্যবহারে বাধ্য হয়। এই বিধানের ফলে আগামী ২০১৭ সাল নাগাদ ইউরোপের জন্য প্রস্তুতকৃত সব স্মার্টফোনে একই ধরনের চার্জার দেখা যাবে। এ প্রসঙ্গে ইউরোপিয় পার্লামেন্টের সদস্য বারবারা ওয়েইলার বলেন, 'ভোক্তা এবং পরিবেশ—দুইয়ের জন্যই এটি সুবিধাজনক। এর ফলে হরেক রকম ডিজাইনের চার্জার ব্যবহারের ফলে বাত্সরিক যে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক বর্জ্য তৈরি হয়, তার অবসান ঘটবে।' ২০১৬ সাল নাগাদ এটি ইউরোপের সকল দেশে আইন আকারে প্রকাশিত হবে এবং এর এক বছরের মধ্যেই প্রতিটি দেশের নির্মাতারা এই আইনের আওতায় একই ডিজাইনের চার্জার ব্যবহারে বাধ্য হবে। প্রযুক্তি বিশ্লেষকরা একে স্বাগতই জানিয়েছেন। ইউরোপে এটি বাস্তবায়িত হলে তা বাকি বিশ্বের জন্য কেবলই সময়ের ব্যাপার, এমনটিই মনে করছেন তারা।
(ঢাকাটাইমস/ ১৫ এপ্রিল/ এইচএফ/ ১.০১ঘ.)