logo ০৪ মে ২০২৫
শূন্য ব্যান্ডের অ্যালবাম ভাগো রবির রেডিওতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ এপ্রিল, ২০১৪ ২২:০৭:৪৬
image


ঢাকা: আড়াই বছরের বিরতি দিয়ে ‘শূন্য’ ব্যান্ড দলের অ্যালবাম ‘ভাগো’র গান  রিলিজ হলো মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটার রেডিও সার্ভিসে।

সঙ্গীত প্রেমীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পয়লা বৈশাখে রবি রেডিওতে জনপ্রিয় দল  ‘শূন্য’র নতুন অ্যালবাম পায়। রবি নম্বর থেকে ৮০৮০৬ ডায়াল করে এই অ্যালবামের গান শোনা যাবে। এখান  থেকে জনপ্রিয় শিল্পীদের আনরিলিজড গান শোনার সুযোগ পেয়ে থাকেন শুধুমাত্র রবি গ্রাহকরা।

তবে ভাগো অ্যালবামের রেডিও পার্টনার হিসাবে ’রেডিও ফূর্তি’ থাকায় রবি রেডিও পাশপাশি গানগুলো রেডিও ফূর্তিতেই শোনা যাবে। বাজারে সিডি বা ডিভিডি আকারে এ সব  গান ছাড়া হবে না।

শূন্য ব্যান্ডের ভোকালিস্ট ইমরুল কারিম এমিল বলেন, ভাগো অ্যালবামে শ্রোতারা ‘শোনো মহাজন’, ‘দেশ প্রেমিক’, ‘জীবনের উৎসব’ শিরোনামে ভিন্নধর্মী গান উপভোগ করতে পারবেন।  রবি রেড়িওতে এই অ্যালবামের মুক্তির মাধ্যমে দীর্ঘ আড়াই বছর পর শ্রোতারা এই ব্যান্ডের গান শোনার সুযোগ পাবেন।

রবি রেড়িওতে এর আগে জনপ্রিয় শিল্পী হৃদয়খান ও অর্ণবের অ্যালবাম মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও আন্ডারগ্রাউন্ড ব্যান্ড শহরতলিতেও এখানে অ্যালবাম রিলিজ করেছে, সেগুলো ব্যাপক শ্রোতা প্রিয়তা কুড়িয়েছে।

(ঢাকাটাইমস/ ১৫ এপ্রিল/ এইচএফ/ ২১.৫২ঘ.)