স্বাস্থ্য বিষয়ক ৩০ অ্যাপস
ঢাকাটাইমস ডেস্ক
১০ এপ্রিল, ২০১৪ ০০:২৬:৪৩
ঢাকা: গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে গ্রামীণফোন গ্রাহকদের জন্য এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) চালু করেছে স্বাস্থ্য বিষয়ক ৩০টি অ্যাপস। জাভা ও অ্যন্ড্রয়েড প্ল্যাটফর্মে বাংলা ভাষায় তৈরি মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আমাদের দৈনন্দিন স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখবে। এসব অ্যাপসের মধ্যে রয়েছে বিএমআই ক্যালকুলেটর, ফিজিক লগ, টিকাদান, ক্যালরি ক্যালকুলেটর, গর্ভবতীর পঞ্জিকা, এইডস, ক্যান্সার, ডায়াবেটিস, গর্ভবতী মায়ের ১০০০ দিন, গ্রোথ মনিটরিং টুলস, অ্যাপগার স্কোর নির্ণায়ক, গর্ভকালীন পুষ্টি, শিশুর রোগ নির্ণায়ক, চাইল্ডকেয়ার, ডিজিজ কুইজ, ম্যাটারনাল স্ট্যাটাস চেকার, ডায়রিয়া, এনিমিয়া, অটিজম প্রভৃতি। অ্যাপসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট রোগের বিবরণ, লক্ষণ, চিকিত্সা পদ্ধতি, করণীয় প্রভৃতি তথ্য জানা যাবে। গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। এর জন্য জাভা ও অ্যান্ড্রয়েড ফোন থেকে app/apps/eatl/eatlapp/eatlapps লিখে ম্যাসেজ করতে হবে ১৬২৯০ নম্বরে।
(ঢাকাটাইমস/ ১০ এপ্রিল/ জেডএ.)