বিনামূল্যে গান শোনাবে স্যামসাংয়ের মিল্ক মিউজিক
ঢাকাটাইমস ডেস্ক
১৫ এপ্রিল, ২০১৪ ০১:০৫:১২

ঢাকা: এর আগে ২০১২ সালে স্যামসাং অডিও স্ট্রিমিং সার্ভিস হিসেবে চালু করেছিল 'মিউজিক হাব' নামে একটি সেবা। তবে সেটি জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। অন্যান্য অডিও স্ট্রিমিং সার্ভিসের কাছে বলতে গেলে হেরে গিয়ে সেই সেবা বন্ধ করে দিতে হয় স্যামসাংকে। প্রায় দুই বছরের বিরতি দিয়ে পুনরায় একটি অডিও স্ট্রিমিং সেবা চালু করেছে স্যামাসং। 'মিল্ক মিউজিক' নামের এই সেবাটি বিনামূল্যে গান শোনার সুযোগ করে দেবে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা স্যামসাংয়ের এই অডিও স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই সেবাতে স্যামসাং যুক্ত করে দুই শতাধিক রেডিও স্টেশন এবং ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লক্ষেরও বেশি অডিও গান। বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার গত কয়েকবছরে ব্যাপকভাবে বেড়ে গেছে। আর এসব স্মার্টফোন ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারে অন্যতম প্রধান একটি কাজ হলো গান শোনা। যে কারণে সাম্প্রতিক বছরগুলোতে মিউজিক স্ট্রিমিং সার্ভিসের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী কয়েকবছরে বিভিন্ন ধরনের মিউজিক স্ট্রিমিং সার্ভিসের আরও প্রসার ঘটবে বলেই ধারণা করছেন প্রযুক্তি বাজার বিশ্লেষকরা। যে কারণে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এখন মিউজিক স্ট্রিমিং সার্ভিসের প্রতি আগ্রহী হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় স্যামসাং এবার তার গ্রাহকদের জন্য নিজস্ব মিউজিক স্ট্রিমিং সার্ভিস চালু করল। তবে কেবল তাদের নিজেদের স্মার্টফোন গ্রাহকদের জন্য এই সেবাকে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকেই। কেননা বিনামূল্যের মিউজিক স্ট্রিমিং সার্ভিসের অনেকের মধ্যেই ডিভাইসের সীমাবদ্ধতা নেই। বিশেষ করে এই খাতে স্পটিফাই, প্যানডোরা কিংবা আইটিউনস-এর মতো প্রতিষ্ঠিত সব সেবার সাথে প্রতিদ্বন্দ্বিতায় এ ক্ষেত্রে মিল্ক মিউজিককে কিছুটা পিছিয়েই থাকতে হবে। তবে এই সমালোচনাকে আপাতত খুব বেশি গুরুত্ব দিচ্ছে না স্যামসাং। এ প্রসঙ্গে স্যামসাং মিডিয়া সলিউশনের মিউজিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যারেন সুই বলেন, 'মোবাইল ডিভাইসে গান শোনার সেবার বাজার এখন ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এ ক্ষেত্রে নানা ধরনের ফিচার যুক্ত করে আরও ভালো সেবা প্রদানের সুযোগ রয়েছে।' সে কারণেই মিল্ক মিউজিককে প্রতিটি গ্রাহকের জন্য আলাদা করে কাস্টমাইজ করা এবং সহজেই ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই সেবাকে বিজ্ঞাপনের ঝামেলাও থাকছে না।
(ঢাকাটাইমস/ ১৫ এপ্রিল/ এইচএফ/ ১২.৫৮ঘ.)