logo ০৪ মে ২০২৫
৫০০ নতুন টেলিকম পেশাদার নিয়োগ করবে রিলায়েন্স
ঢাকাটাইমস ডেস্ক
১৮ এপ্রিল, ২০১৪ ০০:৫১:১৬
image

ঢাকা: আগামী কয়েক মাসের মধ্যেই রিলায়েন্স জিয়ো ইনফোকম প্রায় ৫০০ টেলিকম পেশাদার নিয়োগ করবে৷কারণ, মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থাটি সেপ্টেম্বর মাস থেকেই পরিষেবা চালু করতে চায়৷এর মধ্যে উচ্চপদের প্রায় তিনশো টেলিকম পেশাদারদের নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ যার জন্য বিভিন্ন টেলিকম অপারেটর সংস্থার কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করেছে রিলায়েন্স জিয়ো৷ সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে৷


অনিল আম্বানির রিলায়েন্সকমিউনিকেশনস (আর-কম) কয়েকদিন আগেই মুকেশ আম্বানির  রিলায়েন্স জিয়ো ইনফোকমের সঙ্গে শহরের ভিতর অপটিক ফাইবার পরিকাঠামো ব্যবহার করা নিয়ে চুক্তি করেছে৷ এরফলে, রিলায়েন্স জিয়ো ইনফোকমের ফোর-জি পরিষেবা দেওয়ার জন্য দেশজুড়ে বিভিন্ন শহরে আর-কমের ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করবে৷ সংস্থার পক্ষ থেকে এই চুক্তির কথা জানানো হয়েছে৷ তবে, তার আগে গত বছরই দুই ভাইয়ের সংস্থার মধ্যে দুটি চুক্তি হয়েছে৷ গত বছর এপ্রিলে আম্বানি ভাইরা ১২০০ কোটি টাকার চুক্তি করেছিল যাতে মুকেশ তাঁর টেলিকম ব্যবসায় নামার ক্ষেত্রে ভাই অনিলের অপটিক ফাইবার ব্যবহার করতে পারে৷ এরপর গত অগস্টে দু’পক্ষের মধ্য চুক্তি স্বাক্ষর হয়েছিল, যাতে দেশজুড়ে টেলিকম টাওয়ারগুলি ভাগাভাগি করে ব্যবহার করতে পারে৷


(ঢাকাটাইমস/ ১৮ এপ্রিল/ এইচএফ/ ১২.৪৬ঘ.)