আইফোন ব্যবহারকারীদের জন্য লাইভ কলার আইডি
ঢাকাটাইমস ডেস্ক
২৪ এপ্রিল, ২০১৪ ০০:৪৪:১৩
ঢাকা: আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রুকলার বাজারে নিয়ে এসেছে এল লাইভ কলার আইডি। এর সাহায্যে আইফোন ব্যবহারকীরা ইনকামিং কল আসার সঙ্গে সঙ্গে জেনে যাবে কে তাঁকে ফোন করছে। এই লাইভ কলার আইডির সাহায্যে রোবোকলস ও ওয়ান রিং স্ক্যামের হাত থেকে বাঁচবে আইফোন ব্যবহারকারীরা। প্রতিদিন লাখ লাখ আইফোন ব্যবহারকারীদের টেলিমার্কেটিংয়ের লোকেদের কল নিতে হয়, কারণ বর্তমানে আইওএস-এ কে কল করছে দেখার সুবিধাটা ছিল না। কিন্তু লাইভ কলার আইডি এসে যাওয়ার ফলে এখন থেকে তারা জেনে যাবেন কার ফোন আসছে।
(ঢাকাটাইমস/ ২৪ এপ্রিল/ জেডএ.)