ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক সম্প্রতি দ্বিতীয় ইস্পাহানী করপোরেট ব্যাডমিন্টন গ্র্যান্ড স্লাম ২০১৪-তে রানার আপ হয়েছে।
বাংলালিংক করপোরেট হাউসগুলোর শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়।
অংশ নেয়া করপোরেট হাউসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল-সিক্যুরেক্স, অফিসার্স ক্লাব, বিকাশ, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ইবিএল ও ইস্পাহানী গ্রুপ।
আসরে পুরুষ একক, পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈতের ফাইনালে অফিসার্স ক্লাবের বিরুদ্ধে অবতীর্ণ হয়ে রানার আপ হয় বাংলালিংক।
ফাইনাল ম্যাচে বাংলালিংকের পক্ষে পুরুষ এককে মীর মো. মহসীন, পুরুষ দ্বৈততে মীর মো. মহসীন ও মো. মজিব কাশেম চৌধুরী এবং মিশ্র দ্বৈততে মীর মো. মহসীন ও রুবায়েৎ-ই-তাসনিম মুনাল অংশ নেন। বাংলালিংকের মীর মো. মহসীন টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পান।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালাম ইস্পাহানী, মন্ত্রিপরিষদের সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেডিডেন্ট রুবাবা দৌলা।
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক; যাদের প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। বাংলালিংক হচ্ছে, নেদারল্যান্ড্স ভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।
(ঢাকাটাইমস/৮ মে/এজে)